Kartik Aaryan অভিনীত “FREDDY” কেমন হলো!! FREDDY movie review ..

মুভির নাম “FREDDY” মুভিতে কার্তিক আরিয়ান এর সাথে স্ক্রীন শেয়ার করেছে আলিয়া ইব্রাহিম, মুভি টা ডিরেক্ট করেছেন শশাঙ্ক ঘোষ এবং লিখেছেন পারভেজ শেখ ..

ছবিটা প্রযোজনা করেছেন বালাজি মোশন পিকচার্স সংস্থা আর মুক্তি পায় disney+ hotstar এ ..

এরই মধ্যে মুভি টি প্রায় অনেকেই দেখে ফেলেছেন আর IMDb রেটিং 8/10

এই মুভিটিতে কার্তিক আরিয়ানের ভালো পারফরমেন্স যা অডিয়েন্সের মন কেড়ে নিয়েছে সাথে আলিয়া ইব্রাহিমের স্ক্রীন প্রেজেন্স টাও অনেক ভালো ..গল্পের শুরুটা আপনার একটু স্লো মনে হতেই পারে আবার হাফ টাইমের পর আপনি নিজে থকেই প্রেডিক্ট করে ফেলতে পারবেন এর পর কি হবে, 

মুভিটা মেইনলি psychological suspence drama কিন্তু আমি বলবো psychological revenge এই মুভি টার পারফেক্ট ডেফিনেশন হতে পারে .. 

মুভিতে কার্তিক আরিয়ান যার নাম FREDDY সে একজন ডেন্টিস্ট আর খুব ইন্ট্রোভার্ট এবং লাজুক ওর এক এবং একমাত্র বন্ধু হলো ওর tortoise,ফ্রেডি চায় ওর জীবনেও কেও আসুক যে ওর soul mate হবে,কিন্তু মাল্টিপল টাইম ডেট করার পরেও আল্টিমেটলি রিজেক্ট করে দিত মেয়েরা শুধুমাত্র তার এই ইন্ট্রোভার্ট লাজুক স্বভাবের জন্য, সেইমত একদিন এক বিয়ে বাড়ীতে গিয়ে ফ্রেডির আলাপ হয় কাইনাজের সাথে এবং সে একজন বিবাহিতা তারপরেই কাইনাজের সাথে প্রেম আর সেখান থেকেই ফ্রেডির ফ্রেডি হয়ে ওঠা, গল্পের শুরুটা ঠিক ঠাক হলেও শেষ টা বোধ হয় আর একটু ভালো হতে পারত..

মুভিটার কিছু পজিটিভ দিকের মধ্যে একটি হলো cinematography কিছু কিছু সিন অনেক ভালো লাগতে বাধ্য আর সাথে বিজিএম টাও অসাধারন 

আর নেগেটিভ দিক হল স্লো স্ক্রিনপ্লে আর মুভিটার এন্ডিং তবে সব কিছু কে ছাপিয়ে গেছে কার্তিক আরিয়ানের অভিনয় কিছু কিছু সিন ওর এক্সপ্রেশন টাই মন কেড়ে নিয়েছে ।

পার্সোনাল রেটিং -6/10

IMDb-8/10

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started